গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় একটি বাসের ধাক্কায় মালেকা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে পাথালিয়া নামক স্থানে মালেকা বেগম রাস্তা পার হওয়ার সময় সেতু ডিলাক্স এর দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে সড়কের অবরোধ তুলে দেয়। নিহত মালেকা বেগম সদর উপজেলার খাল গোবরা গ্রামের কদায় মোল্লার স্ত্রী।