সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৪:৫২:৫৪ অপরাহ্ণ, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১৬২ ৫০০০.০ বার পাঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ ইং এর অংশ হিসেবে সারা দেশের ন্যায় সিলেট এমসি কলেজ মাঠে মঙ্গলবার (১৪ মার্চ) সিলেট বিভাগের শিক্ষার্থীদের খেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা সিলেট এমসি কলেজ মাঠে জেলা পর্যায়ে খেলা ১৩ মার্চ অনুষ্ঠিত হয়। সেখান থেকে জেলা পর্যায়ের দেরকে নিয়ে পরের দিন ১৪ মার্চ সিলেট বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় খেলার উদ্ভোধন করেন এমসি কলেজের প্রফেসর আশরাফুল কবির। খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন এমসি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ তোফায়েল আহমদ ও সদস্য সচিব এমসি কলেজের শরীর চর্চা শিক্ষক সঞ্জিত কুমার পাল এর সঞ্চালনায় সকাল ১০ ঘটিকায় ২২টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার আন্ত:কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেছেন এবং ২য় স্থানে মৌলভীবাজার জেলা, ৩য় স্থানে সুনামগঞ্জ ও ৪র্থ হয়েছেন হবিগঞ্জ জেলার প্রতিযোগী।
সিলেট বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থী ছেলে ও মেয়েদের মধ্যে পৃথক পৃথক ইভেন্টে বিজয়ী হলেন, অ্যাথল্যাটিক্সে সিলেট জেলায় ছেলেদের মধ্যে সিলেট এমসি কলেজে ৩টি ও মদনমোহন কলেজ ১টি। সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জ সরকারি কলেজ ১টি ও হবিগঞ্জ জেলায় বৃন্দাবন কলেজ ১টি তে বিজয়ী হয়।
অ্যাথলেটিক্সে মেয়েদের মধ্যে সিলেট জেলায় ১টি, মৌলভীবাজার জেলায় ৪টি ও সুনামগঞ্জ জেলায় ১টি তে বিজয়ী হয়।
এছাড়া অন্যান্য ইভেন্টে সিলেট জেলায় ছেলেদের মধ্যে ৬টি ও মেয়েদের মধ্যে ৩টি তে বিজয়ী। মৌলভীবাজার জেলায় ছেলেদের মধ্যে ৬টি ও মেয়েদের মধ্যে ১০টি তে বিজয়ী। হবিগঞ্জ জেলায় ছেলেদের মধ্যে ৪টি ও মেয়েদের মধ্যে ২টি এবং সুনামগঞ্জ জেলায় ছেলেদের মধ্যে ২টি ও মেয়েদের মধ্যে ১টি তে বিজয়ী হন।
এমসি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ তোফায়েল আহমদ বলেন, সিলেট বিভাগীয় পর্যায়ে যেসকল প্রতিযোগী বিজয়ী হয়েছেন তাদেরকে নিয়ে আগামী ১৯ মার্চ সারা দেশের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীদেরকে নিয়ে ঢাকা বিকেএসপিতে ফাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।