বঙ্গবন্ধুর সমাধিসৌধে ৩ দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ
- আপডেট টাইম : ০৯:২৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৯৫ ৫০০০.০ বার পাঠক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে ৩ দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তার সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৩ মার্চ) গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। দুটি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
মুঈনুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর ১০৩ জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি রয়েছে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।