নবীনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান

- আপডেট টাইম : ০৯:৫৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ৩৩০ ১৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর লঞ্চঘাট সংলগ্ন তিতাস নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়।
গতকাল রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এ অভিযান পরিচালনা করেন।এ সময় তিতাস নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং বাকীদের এক দিনের মধ্যে সকল মালামাল অন্যত্রে সরিয়ে নেয়া মুচলেকা নেয়া হয়।এছাড়াও স্পিডবোটে যাত্রীদের গায়ে লাইভ জেকেট না থাকায় স্পিডবোট মালিককে ২০০০ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় একটি হোটেল কে ২ হাজার টাকা এবং মাদক সেবনের অপরাধে একজনকে এক মাসের কারাদণ্ডসহ একশত টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক স্যারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয় ,তিনি আরো বলেন তিতাস নদীর সৌন্দর্য্য বর্ধন করা সহ নদীর পাড় রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।