কুমিল্লা জেলায়-সাংবাদিককে প্রান নাশের হুমকি
- আপডেট টাইম : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ২১৭ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান-গত-১১/০৩/২৩ ইং-তারিখে-বাংলাদেশের কুমিল্লা জেলার-দাউদকান্দি থানাধীন-গৌরিপুর এলাকার-লিমাকে ব্লুফিল্মের নায়িকা বানানোর অফার করে-শফিক,গ্রাম-লক্ষ্মীপুরের নিবাসী,লিমা পরবর্তীতে ব্লু ফিল্ম মেকার শফিকের অফার ফিরিয়ে দেন তারপর শফিক লিমার উপর ক্ষিপ্ত হয়ে লিমার উলঙ্গ ছবি নেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়, লিমা পরবর্তীতে ঘটনাটি দৈনিক সময়ের কন্ঠের কুমিল্লা জেলা ভ্রাম্যমান প্রতিনিধি সাংবাদিক আলাউদ্দিনকে জানালে-আলাউদ্দিন শফিককে ফোনে জিজ্ঞাসা করলে-শফিক ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিনকে তথ্য না দিয়ে উল্টো- হুমকি দেয়,আলাউদ্দিনকে গুলি করে দিবে,এ ব্যাপারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্যকে জানানো হয়েছে,বর্তমান প্রেক্ষিতে কুমিল্লাতে গণমাধ্যমের স্বাভাবিক চলাচলের জন্য-দুষ্কৃতকারীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার অনুরোধ জানান-কুমিল্লা সুশীল সমাজ- কুমিল্লা জেলা পুলিশের প্রতি।