তাবলিগ জামাতের এক মুসল্লির অপমৃত্যু
- আপডেট টাইম : ০৪:১০:৩৫ অপরাহ্ণ, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৯৮ ৫০০০.০ বার পাঠক
বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের দুই ঘণ্টা পর
মধুমতি নদী থেকে তবলিক জামাতের মুসল্লি শুভ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার গাড়ফা গোডাউন জামে মসজিদের পাশে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। শুভ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মোবারেকের ছেলে। তিনি তবলিক জামাতে মোল্লাহাট এসে ছিল।
মোল্লাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার হাসানুর রহমান জানান, মধুমতি নদীতে গোসল করতে নেমে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হই। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে ১ঘন্টা চেষ্টা করে মধুমতি নদী থেকে নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করে। আমরা নিহতের মরদেহ মোল্লাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, এবিষয়ে নিহত শুভর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।