সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৪:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১২৯ ৫০০০.০ বার পাঠক
দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনবিার (১১ মার্চ) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক।
সমাবেশে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি সারাদেশে আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা করছে। এই বাংলার মাটিতে মানুষ আর কোন অগ্নিসন্ত্রাস দেখতে চায়না। তেমন কোন চেষ্টা করলে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে।