ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দুই নাবালিকা
- আপডেট টাইম : ১০:৫২:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১৬০ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলেন দুই নাবালিকা। উপজেলার গোকর্ণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৈয়ারকুড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে ৯ মার্চ ২০২৩ রোজ বৃহস্পতিবার গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি গ্রামের বিষ্ণু সরকারের নাবালিকা কন্যা ববিতা সরকার(১৫) এর সাথে হবিগঞ্জ জেলার অরুন সরকারের ছেলে রমন সরকারের বিবাহের দিন ধার্য্য হয়। একই তারিখে পাশের বাড়ির প্রতিবদ্ধী সন্তোষ সূত্রধরের নাবালিকা কন্যা রিয়া সূত্রধর(১৪) এরও বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহিন কে বিষয়টি অবগত করে,বিবাহ বন্ধের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। পরে চেয়ারম্যানের পরামর্শে স্থানীয় ইউপি সদস্য শেখ ওয়ালীউল্লাহ ও স্থানীয়দের সহযোগীতায় পন্ড হয় দুই বিবাহের সকল প্রস্তুতি।
এ ব্যাপারে গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহিনের সাথে যোগাযোগ করে বাল্য বিয়ে দুটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,বাল্যবিবাহ সম্পর্কে আমাদের আরো বেশী সচেতনতার প্রয়োজন,পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত বলে মনে করেন তিনি।