নওগাঁর আত্রাইয়ে ইউ‘পি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ মেম্বারদের
- আপডেট টাইম : ০৫:৫৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১৮২ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলেছেন ওই পরিষদের ৮জন মেম্বার। মঙ্গলবার নওগাঁ জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনার সুষ্ট তদন্ত করা হবে জানিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। দায়েরকৃত লিথিত অভিযোগ সুত্রে জানাগেছে,চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা নির্বাচিত হবার পর থেকে পরিষদকে তার কব্জায় নিয়ে বিভিন্ন অনিয়ম-দূর্নীতিতে জরিয়ে পরেছেন। জন্ম নিবন্ধন করতে পরিষদের বাসিন্দাদের ২০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। এছাড়া ৫-৭হাজার টাকায় ভিজিডির কার্ড এবং মাতৃত্বকালিন ভাতার কার্ডে ৫-১০ হাজার টাকা পর্যন্ত নেয় চেয়ারম্যান তোফা। পরিষদের আওতায় কয়েকটি খেয়া ঘাট ইজারায় চরম অনিয়ম করে অর্থ আদায় করেছেন এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর শ্রমীক নিয়োগেও বড় দূর্নীতি করেছেন চেয়ারম্যান তোফা। এছাড়া সরকারের উন্নয়ন মূলক টিআর/কাবিখা প্রকল্পে একইস্থানে ভিন্ন নামে প্রকল্প বাস্তবায়ন করে চাল,গম,টাকা আত্মসা’ করেছেন। এছাড়া গ্রাম আদালতে বিচারের নামে অতিরিক্ত টাকা আদায় এবং ইচ্ছে মতো বিচারের রায় দেয়ার অভিযোগ তুলে মঙ্গলবার জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা,নওগাঁ স্থানীয় সরকার উপপরিচালক এবং রাজশাহী বিভাগীয় দুর্নীতিদমন কমিশন বরাবর লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের ৮জন সদস্য স্বাক্ষর করে এই অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে ওই ইউনিয়ন পরিষদের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সুলতান বলেন,চেয়ারম্যান তার নিকটাত্মীয়দের মাধ্যমে জনগনের কাছ থেকে ভাতার কার্ড,নিবন্ধন,ওয়ারিশান সার্টিফিকেটসহ বিভিন্ন কাজ করে দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করে আত্মসা’ করেছেন। আমরা এর সুষ্ঠু প্রতিকারের আসায় অভিযোগ দায়ের করেছি। বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ওই পরিষদের মেম্বার আব্দুর রশিদ বলেন,চেয়ারম্যানের এমন অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে বার বার প্রতিবাদ করার পরেও আমাদের কোন কথায় সে কানে নেয়নি। তার খেয়াল খুশি মত যা ইচ্ছে তাই করছেন। ফলে বাধ্য হয়ে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি। চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা সব অভিযোগ অস্বীকার করে বলেন,আমি নির্বাচিত হবার পর সব মেম্বারদের সর্তক করে বলেছি তারা যেন কোন অনিয়ম ও দূর্নীতিতে না জড়ান। আমার কারনে তারা দূর্নীতি না করতে পেরে উল্টো আমার বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ দিয়েছেন। আমিও এই অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করছি।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন,বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তে অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।