নবীনগরে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৯:২৪:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ১৮৭ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাতই মার্চের ভাষণের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা মঙ্গলবার (৭ মার্চ) সকালে নবীনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এড সুজিত কুমার দেব, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাতমোড়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক নিয়াজুল হক কাজল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা নুরুন্নাহার বেগম, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী খায়রুল আমিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ সভাপতি সামস আলম, সাংবাদিক হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা রকিব উদ্দিন ডি জি এস,৪ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুব রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন পান্না, খলিলুর রহমান, ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদ, যুগ্ন আহবায়ক মোবারক হোসেন প্রমুখ। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন। সাংবাদিক বৃন্দ প্রমুখ।