ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
মাসুদ মোল্লার টিস্টল ও বেকারি তে হামলা ভাংচুরে জড়িত মোস্তাফিজুর রহমান কালু ও রেনু খানম ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে লক্ষ্মীপুর জমায়াতের জেলা আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়ার মতবিনিময় ও প্রীতি সমাবেশ পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে, জানালেন ট্রাম্প উত্তরায় আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনুসারী মাসুমের ডিগবাজি বিএনপি সেজে নিজেদের কুকর্ম আড়াল করার চেষ্টা করছে লক্ষ্মীপুরে পিস্তলসহ একগৃহ বধূ আটক ঢাকা মহাসড়ক হাইওয়ে রোডে এম্বুলেন্স ও পরিবহনের অগ্নিকান্ড কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র নতুন কমিটি গঠন ঠাকুরগাঁওয়ে স্কাউটস ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন পিরোজপুর জেলা প্রশাসক কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ ও পৌর শহরের সৌন্দর্যবর্ধনের কিছু স্থাপনা উদ্বোধন নতুন বছরে যেসব প্রতিজ্ঞা করল ছাত্রশিবির

রাজধানীর খিলগাও দাপুটে শহিদ এর নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ, রাজউক নিরব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ১০:১১:১১ পূর্বাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ২২৮ ৫০০০.০ বার পাঠক

নিয়ম বহির্ভূত নির্মাণাধীন ভবনে অনিয়ম ধরিয়ে দিলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। তাদের দাবি, প্রতিষ্ঠানটির কর্মীরা বেআইনি অর্থের বিনিময়ে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের সুযোগ করে দিচ্ছে। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়ে নকশা অনুমোদন ও তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটির দাবি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেন তারা। তবে বিশেষজ্ঞরা রাজউকের লোকবল সংকটের দাবিকে গ্রহণযোগ্য বলে মনে করেন না। তারা বলছেন, সদিচ্ছা থাকলে সীমিত লোকবল দিয়েই পর্যাপ্ত কাজ করা সম্ভব। এক্ষেত্রে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নজির স্থাপন করা গেলে নকশার ব্যত্যয় হওয়ার ঘটনা কমিয়ে আনা সম্ভব।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক জোন ৬ এর আওতাধীন খিলগাও ভূইয়াপাড়া ছাহেরুনবাগ জামে মসজিদ রোড সংলগ্ন হোল্ডিং নং ২৯৪ এর ভবন মালিক অস্ট্রেলিয়ান অ্যাসেট ডেভেলপমেন্ট লি.।
নির্মাণের নকশার অনুমোদন গ্রহণের পর ভবন মালিক অস্ট্রেলিয়ান অ্যাসেট ডেভেলপমেন্ট লি. ৬ষ্ঠ তলার ছাদ ঢালাই শেষে ৭ম তলার কাজ চলমান রয়েছে রাজউক বিল্ডিং কোড না মেনে নিয়ম ও নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে ভবন মালিক পক্ষ?

সরেজমিনে দেখাযায়, রাজউক আইনের তোয়াক্কা না করেই নকশার ব্যত্যয় ঘটিয়ে নিজেদেও ইচ্ছমত ভবন নির্মাণ করছেন ভবন মালিক কর্তৃপক্ষ। রাজউক শর্ত অনুযায়ী ভবন নির্মাণ কাজ শুরুর সময় ভবনের সামনে তথ্য সম্ভলিত সাইনবোর্ড প্রদর্শিত করার কথা থাকা সত্তেও তা করা হয়নি। এছাড়াও ভবনে পর্যাপ্ত সুরক্ষা বেস্টুনি ব্যবহার না করে ভবন নির্মাণ কাজ চলায় এলাকার সাধারন পথচারীগন ও নির্মাণ শ্রমিকরাও ঝুঁকিতে কাজ করছেন। এছাড়াও চতুরপাশ্বে ডেভিয়েশন করে ভবনের নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন ভবন মালিক কর্তৃপক্ষ।
ভবনের দায়িত্বরত একজন বলেন, রাজউক থেকে ইমারত পরিদর্শক আসেন কখনো তিনি কোন ত্রুটির কথা উল্লেখ করেননি এবং আমাদের আলাদা ভাবে কোন নোটিশও প্রদান করেন নি।

এলাকাবাসীর মতে, ভবনের নকশা ব্যত্যয় কোন ঘটনা না যদি ইমারত পরিদর্শককে ম্যানেজ করা যায়। নয়তো এমন ভাবে মেইন রাস্তার উপরে সেফটি নেট ও নকশার বিচ্যুতি করে ভবন নির্মন কাজ চালিয়ে যাওয়ার পরেও কিভাবে রাজউক কোন পদক্ষেপ গ্রহন করছেনা। রাজউক এর কর্মরত ইমরাত পরিদর্শক অন্ধ কিনা তা তাদের বোধগম্য নয়।

রাজউক ৬ জোনের ইমারত পরিদর্শক বিশ্বনাথ এর কাছে ভবনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ভবনটি নকশার ব্যত্যয় করেছে দেখে নোটিশ করা হয়েছে।
সংবাদকর্মী নোটিশের কপিটি দেখতে চাইলে তিনি দেখাতে অপরগতা প্রকাশ করেন।

আমাদের মতে, আইনের দিক থেকে কোনও ঘাটিত নেই। রাজউকের লোকজন একেবারেই অপর্যাপ্ত সেটাও না। এখন যথেষ্ট লোকবল রয়েছে রাজউকের। সদিচ্ছা থাকলে কম লোকবল দিয়েও ভালো কিছু করা যায়।দৈনিক সাময়র কন্ঠ পত্রিকার অনুষ্ঠান চলছে

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীর খিলগাও দাপুটে শহিদ এর নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ, রাজউক নিরব

আপডেট টাইম : ১০:১১:১১ পূর্বাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০২৩

নিয়ম বহির্ভূত নির্মাণাধীন ভবনে অনিয়ম ধরিয়ে দিলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। তাদের দাবি, প্রতিষ্ঠানটির কর্মীরা বেআইনি অর্থের বিনিময়ে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের সুযোগ করে দিচ্ছে। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়ে নকশা অনুমোদন ও তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটির দাবি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেন তারা। তবে বিশেষজ্ঞরা রাজউকের লোকবল সংকটের দাবিকে গ্রহণযোগ্য বলে মনে করেন না। তারা বলছেন, সদিচ্ছা থাকলে সীমিত লোকবল দিয়েই পর্যাপ্ত কাজ করা সম্ভব। এক্ষেত্রে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নজির স্থাপন করা গেলে নকশার ব্যত্যয় হওয়ার ঘটনা কমিয়ে আনা সম্ভব।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক জোন ৬ এর আওতাধীন খিলগাও ভূইয়াপাড়া ছাহেরুনবাগ জামে মসজিদ রোড সংলগ্ন হোল্ডিং নং ২৯৪ এর ভবন মালিক অস্ট্রেলিয়ান অ্যাসেট ডেভেলপমেন্ট লি.।
নির্মাণের নকশার অনুমোদন গ্রহণের পর ভবন মালিক অস্ট্রেলিয়ান অ্যাসেট ডেভেলপমেন্ট লি. ৬ষ্ঠ তলার ছাদ ঢালাই শেষে ৭ম তলার কাজ চলমান রয়েছে রাজউক বিল্ডিং কোড না মেনে নিয়ম ও নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে ভবন মালিক পক্ষ?

সরেজমিনে দেখাযায়, রাজউক আইনের তোয়াক্কা না করেই নকশার ব্যত্যয় ঘটিয়ে নিজেদেও ইচ্ছমত ভবন নির্মাণ করছেন ভবন মালিক কর্তৃপক্ষ। রাজউক শর্ত অনুযায়ী ভবন নির্মাণ কাজ শুরুর সময় ভবনের সামনে তথ্য সম্ভলিত সাইনবোর্ড প্রদর্শিত করার কথা থাকা সত্তেও তা করা হয়নি। এছাড়াও ভবনে পর্যাপ্ত সুরক্ষা বেস্টুনি ব্যবহার না করে ভবন নির্মাণ কাজ চলায় এলাকার সাধারন পথচারীগন ও নির্মাণ শ্রমিকরাও ঝুঁকিতে কাজ করছেন। এছাড়াও চতুরপাশ্বে ডেভিয়েশন করে ভবনের নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন ভবন মালিক কর্তৃপক্ষ।
ভবনের দায়িত্বরত একজন বলেন, রাজউক থেকে ইমারত পরিদর্শক আসেন কখনো তিনি কোন ত্রুটির কথা উল্লেখ করেননি এবং আমাদের আলাদা ভাবে কোন নোটিশও প্রদান করেন নি।

এলাকাবাসীর মতে, ভবনের নকশা ব্যত্যয় কোন ঘটনা না যদি ইমারত পরিদর্শককে ম্যানেজ করা যায়। নয়তো এমন ভাবে মেইন রাস্তার উপরে সেফটি নেট ও নকশার বিচ্যুতি করে ভবন নির্মন কাজ চালিয়ে যাওয়ার পরেও কিভাবে রাজউক কোন পদক্ষেপ গ্রহন করছেনা। রাজউক এর কর্মরত ইমরাত পরিদর্শক অন্ধ কিনা তা তাদের বোধগম্য নয়।

রাজউক ৬ জোনের ইমারত পরিদর্শক বিশ্বনাথ এর কাছে ভবনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ভবনটি নকশার ব্যত্যয় করেছে দেখে নোটিশ করা হয়েছে।
সংবাদকর্মী নোটিশের কপিটি দেখতে চাইলে তিনি দেখাতে অপরগতা প্রকাশ করেন।

আমাদের মতে, আইনের দিক থেকে কোনও ঘাটিত নেই। রাজউকের লোকজন একেবারেই অপর্যাপ্ত সেটাও না। এখন যথেষ্ট লোকবল রয়েছে রাজউকের। সদিচ্ছা থাকলে কম লোকবল দিয়েও ভালো কিছু করা যায়।দৈনিক সাময়র কন্ঠ পত্রিকার অনুষ্ঠান চলছে