গাজীপুর মহানগর পুলিশ কর্তৃক ২৪ ঘন্টার উদ্ধার অভিযানে মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট গ্রেফতার ২৯ জন
- আপডেট টাইম : ১০:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৪২ ৫০০০.০ বার পাঠক
গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধার অভিযানে ১৪০ পিস ইয়াবা, ০১ কেজি ৫০০ গ্রাম গাজা, ১৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের নগদ ২২২০ টাকা সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন জ্বালানি তেল মজুদ রাখা ও কালোবাজারে কেনা বেচার অপরাধে ১১৭৩ লিটার ডিজেল সহ ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের পোশাক পরে মিথ্যা পুলিশ পরিচয়ে চাঁদা আদায় করার অভিযোগে পুলিশ লেখা ০১ টি রিফ্লেকটিং ভেস্ট, ০১ সেট পুলিশের ইউনিফর্ম, ০১ জোড়া অক্সফোর্ড সু, ০১ টি পুলিশের বেল্ট, ০১ টি মোবাইল ফোন, পুলিশের স্টিকার লাগানো ০১ টি মোটর সাইকেল, নগদ ২১২০ টাকা, ০১ টি ব্যাগ, ০১ টি খেলনা পিস্তল, ০১ জোড়া পুলিশের সাপ্লাই কেডস সহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ওয়ারেন্টসহ মোট গ্রেফতারঃ ২৯ জন
মোট উদ্ধারঃ ১৪০ পিস ইয়াবা, ০১ কেজি ৫০০ গ্রাম গাজা, ১৫ গ্রাম হেরোইন,১১৭৩ লিটার ডিজেল,পুলিশ লেখা ০১ টি রিফ্লেকটিং ভেস্ট, ০১ সেট পুলিশের ইউনিফর্ম, ০১ জোড়া অক্সফোর্ড সু, ০১ টি পুলিশের বেল্ট, ০১ টি মোবাইল ফোন, পুলিশের স্টিকার লাগানো ০১ টি মোটর সাইকেল, নগদ ২১২০ টাকা, ০১ টি ব্যাগ, ০১ টি খেলনা পিস্তল, ০১ জোড়া পুলিশের সাপ্লাই কেডস ও নগদ ৪৩৪০ টাকা।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।