মোংলায় পতাকা দিবস উপলক্ষে জাতীয় সমাজ তান্ত্রিক দল জে এস ডির আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১২:২৫:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৪৬ ৫০০০.০ বার পাঠক
মোংলায় পতাকা দিবস উপলক্ষে শাপলা চত্বরে জেএসডির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সমাজ তান্ত্রিক দল জে,এস,ডির মোংলা থানা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মো: হাবিবুর রহমান মাষ্টার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সমাজ তান্ত্রিক দল জে এস ডির মোংলা পৌর সভাপতি এমরান হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সমাজ তান্ত্রিক দল জে এস ডি মোংলা পৌর সভার সহ – সভাপতি মো: দুলাল হাওলাদার, জাতীয় সমাজ তান্ত্রিক মোংলা শ্রমিক জোট, পৌর উপ কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন, মো: সবুর গাজী, নুরুল ইসলাম, শাহ আলম,সত্তার, নজরুলসহ অন্যান্য সদস্য বৃন্দরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় সমাজ তান্ত্রিক দল জে এস ডির মোংলা পৌর সভার সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান দুলাল। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী-কর্মজীবী- পেশাজীবি জনগণের একটাই দাবি পতাকা দিবসের রাস্ট্রীয় স্বীকৃতি চাই।