গাজীপুর মহানগরের ৩ নং ওয়ার্ডে রাজাকার সমর্থক ইদ্রিস মাওলানা কাউন্সিলর প্রার্থী
- আপডেট টাইম : ০৪:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪৬৩ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ডে রাজাকার আলবদর আলসাম এর সমর্থক ইদ্রিস মাওলানা এবার কাউন্সিলর প্রার্থী,,
মাওলানা র বেশধারী ইদ্রিস,নারী কেলেংকারী, শিশু বালৎকার,জাল দলীলের রাজা,অসহায় জনতার ভূমি দখলদার, তিনি কাউন্সিলর পদপ্রার্থী।হাস্যরহস্যে ভরেগেছে মহানগরের ৩ নং ওয়ার্ড,
বিগতদিনে এই ইদ্রিস মাওলানা সরকার পতনের ডাক দেওয়ার অন্যতম সুরা সদস্য,এলাকাবাসী বলেন ৩ নং ওওয়ার্ডে এবার দুর্নামে বাঁচিনা।
রাজাকার সমর্থক যদি জনগনের প্রার্থী হয় তাহলে জনগন যাবে কোথায়,সমাজের নিকৃষ্ট ব্যাক্তিগুলো নির্বাচনের প্রচারণা চালাচ্ছে,এরা মুলত সমাজের মধ্যমনিদের মাথায় কাঁঠাল রেখে কোশ তুলে খাচ্ছে,
অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ এর ভিতরে অনুপ্রবেশকারী হাইব্রিড এরা,এদের মত ব্যাক্তিদের প্রস্রয় দিয়ে মাথায় তুলে ধেই ধেই করে ডান্স করছেন।
দলীয় ভবমুর্তি বিনষ্ট করে চলেছেন কিছু হাইব্রিড পাতি নেতায়,তবে এদের থেকে সাবধানতা অবলম্বন করতে এলাকাবাসীর সচেতনতা হওয়া বড়ই দরকার বলে মনে করেন বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন সহ এলাকার শিশু বৃদ্ধা ময়মুরুব্বি আমজনতা।
বসন্তের কোকিল হয়ে জনদরদী উল্লেখ করে ফেস্টুন ব্যানার তৈরি করে প্রচার করছেন,অতচ এই নামেমাত্র মাওলানা ইদ্রিস কখনো জনগনের পাশে দাঁড়ায়নি,অসহায় মানুষ কে এক কাপ চা খাওয়ানোর মন মানসিকতা যার নেই সে আজ জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছে,
এদের মত নিকৃষ্ট ব্যাক্তি হবে জবগনের প্রতিনিধি ভাবতেই হতবাক ওয়ার্ডবাসী,এদের প্রেতাত্মারা অপকৌশল অবলম্বন করে নির্বাচনীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মরিয়া,তবে জনগন আর বোকা নেই কাকে দিয়ে যে উন্নয়ন করা সম্ভব সেটা জনগন ভালই জানে,যোগ্যপ্রার্থী বিবেচনা করতে জনগন আর ভুল করবেনা।
জনগন বাতাশের উল্টো হেটে উন্নয়নের ধারা বাঁধাগ্রস্থ করে নিজেদের ক্ষতি নিজেরা করবেনা,তার পরেও আগামী নির্বাচন কে ঘিরে,মুঁখোশধারী বেইমান বিশ্বাস ঘাতকদের চিহ্নিত করে বিতাড়িত করবে জনগন।
নামধারী মাওলানা ইদ্রিসদের সকল তথ্য উন্মোচন করতে এবং সঠিক তথ্য পেতে চোঁখ রাখুন সময়ের অনুসন্ধানে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার পাতায়।