কাশিমপুরে মুক্তিযোদ্ধা ইলিয়াস তালুকদার এর ভূমির সীমানা জরিপ করতে ম্যাজিষ্ট্রেট এর আগমন
- আপডেট টাইম : ১২:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮০ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুর থানার আওতাধীন ১ নং দক্ষিন পানিশাইল মৌজার সাকিনে এস এ ৩৬ নং আর এস এ ১৯ খতিয়ান ভুক্ত এ এস এ ১১৬ আর এস এ ২৭৯ নং দাগে পলাশ গৃহ সমবায় সমিতি লিঃ এর প্লট নং (৯১) এর ০৮.৪৮ শাতাংশ জমি ক্রয় সুত্রে মালিক আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস তালুকদার ।
উক্ত ভূমির সীমানা নির্ধারন করতে আন্চলিক নির্বাহী কর্মকর্তা সিটিকর্পোরেশন জহিরুল ইসলাম এর আগমন,২৭ শে ফেব্রুয়ারী ২০২৩ সোমবার বেলা ৩ টায় সার্ভেয়ার সেলিম গাজী.ভূমির সীমানা মাপ জরিপ করেন,সাথে সংযুক্ত ছিলেন স্থানীয় সার্ভেয়ার .আব্দুল জলীল.উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ইলিয়াস তালুকদার ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সংযুক্ত ছিলেন গণমাধ্যমকর্মীরা।
এসময় (২৭৯) দাগের সম্পত্তি ইলিয়াস তালুকদারের বলে নিশ্চিত করেন,(২৭৮)দাগের সম্পদ এটি নয় বলে প্রতিয়মান হয়।
বিগতদিনে উক্ত সম্পত্তিতে একটি টিন সেড বাড়ি নির্মান ও সাইনবোর্ড দিয়ে বহাল তবিয়াতে ভোগ দখল করিয়া আসিছিলেন ইলিয়াস তালুকদার।উক্ত স্থানে দেখ ভাল করার জন্য দুই জন কেয়ারটেকার রাখছিলেন,একজন এর নাম বিটু মন্ডল অপর জন শুভ।
উক্ত সম্পদ ভুমিদস্যু রা দখলে নিয়ে অবৈধ ভাবে মার্কেট তৈরি করে রেখেছেন।আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস তালুকদার কে বেদখল করে দেওয়ার পায়তারা করছেন ভূমি জবরদখলকারীরা।আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস তালুকদার বাদী হয়ে আইনের প্রতি সম্মান জানিয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ভূমি জবরদখলকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ এর বিবাদী করা হয় (১) সাইফুল আলম (৪০)পিতা মৃত আলহাজ্ব জব্বার আলী খান,(২) মোশারফ মৃধা(৫৮) পিতা অজ্ঞাত,অভিযোগের কপি তে উল্লেখ্য করেন সন্ত্রাস ভুমি জবরদখলকারীরা গত ১০/০৪/২০২২ রাত্র এক টার সময় মুখে কালো কাপড় বেঁধে লোহার রড চাপাতি রাম দা ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমেরিকা প্রবাসী ইলিয়াস তালুকদার এর গৃহটির দরজা জানালা সহ পুরা গৃহ দা দিয়ে কুপাইতে থাকে,এসময় কর্মরত কেয়ারটেকার বিটু ও শুভ কে বেঁধড়ক পিটিয়ে জখম করেন,এবং ভূমি দখলবাজ রা দখল করার প্রাক্কালে ইলিয়াস তালুকদার ঘটনাস্থলে গেলে তাকে ও মারমুখী আচারন ও তাকে প্রকশ্য জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
উক্ত ভূমিদস্যু সাইফুল গং পূর্বের ন্যায় অভিযোগ তুলে নেওয়ার হুমকি প্রদান করেন অভিযোগ তুলে না নিলে,প্রকৃত ভূমির মালিক আমেরিকা প্রবাসী ইলিয়াস তালুকদার ও তার পরিবার কে যেকোনো মুহুর্তে রক্তক্ষয়ি সংঘর্স সহ জান মালের ক্ষতি সাধান করতে পারে,উক্ত বিষয়টি তদন্ত পূর্বক ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তিদিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী সহ সুধী সমাজ।