কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক কৈখালী এবং কয়রা সংলগ্ন এলাকায় জনসাধারনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- আপডেট টাইম : ০৪:১৯:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
- / ২২১ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল/চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই দরিদ্রের চিকিৎসা সেবায় এগিয়ে আসে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কৈখালী, ট্যাংরাখালী, কালিঞ্চি ও ভেটখালী এবং তৎসংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ১৭০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট তামান্না তবাসসুম, এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত ক্যাম্পেইন কন্টিনজেন্ট কমান্ডার কৈখালী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর স্টেশন কমান্ডার লেঃ এ জেড এম জহুরুল ইসলাম, (এসডি)(কম), বিএন কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
এছাড়াও খুলনা জেলার কয়রা থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার কন্টিনজেন্ট কমান্ডার এম আবুল কালাম আজাদ কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবীদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। উক্ত জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।