ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন জামালপুরে ভোজ্য তেল সিন্ডিকেটের নিয়ন্ত্রনে কিশোরগঞ্জে নিখোঁজের পর ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে ইসতিসকার নামাজ আদায় মঠবাড়ীয়া তীব্র তাপদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য বিশেষ। প্রার্থনা ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দদূষণ দিবস উদযাপিত উজিরপুরে সাব রেজিষ্টার মোঃ ইমরান খান এর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

পুরো ৩৪ টি বছর প্রবাসে থেকে আজ স্ত্রী রাজিয়া সুলতানা রিনা ও তার পরিবারের কাছে নির্যাতিত,,

আব্দুল রাজ্জাক কুয়েত ছিলেন পুরো ৩৪ বছর। পরিবারের জন্য পরিবারকে ভালো রাখতে বিদেশ গমন করেন। কে জানতো যে শেষ বয়সে এমন পরিণতি হবে। স্ত্রীকে বিশ্বাস করে উজ্জ্বল ভবিষ্যতের জন্য জমিন ক্রয় করতে বলেন আব্দুল রাজ্জাক বিদেশ থেকে।
স্ত্রী জমিন তো কিনেন কিন্তু নিজের নামে। ঠিক এমনি ভাবেই ঢাকায়,নারায়ণগঞ্জ, ও শ্রীনগরে জায়গা /বাড়ি কেনেন সব কিছুই নিজের নামে। ১ ছেলে ও ১ মেয়ে আছেন আব্দুল রাজ্জাক রাজিয়া সুলতানা রিনার ওই দম্পতির।
ডিভোর্স হয়নি তবুও নেই স্বামী আব্দুর রাজ্জাকের সাথে কোন সম্পর্ক। দৈনিক সময়ের কন্ঠ একটি লিখিত অভিযোগ দিলে আব্দুল রাজ্জাক, অনুসন্ধানী রিপোর্টাররা যায়। তার এলাকায় জানতে পারে শুধু মাত্র স্ত্রী নয় রিনার বোন আব্দুল রাজ্জাক এর শালি চম্পা ও আব্দুল রাজ্জাকের ছেলে মেহরাজ এর হাতে ও মার খায় ৬০ বছরের বৃদ্ধা। প্রতিবেশীরা জানান ছেলে মেহেরাজ (২৩) নেশায় আসক্ত। তার স্ত্রী কুমন্ত্রণা দিয়ে ছেলে কে দিচ্ছে নেশার টাকা, আর জন্মদাতা পিতা কে খাওয়াচ্ছে মার। অনুসন্ধানের এক সুত্রে জানা যায় তার স্ত্রী রাজিয়া সুলতানা রিনা এখন মুন্সিগঞ্জে ভাড়া বাড়িতে আছেন। শোনা যায় আব্দুল রাজ্জাক কিছুদিন আগে স্ত্রী রিনা ও তার শালি চম্পা এবং সব শেষে ছেলে মেহরাজের হাতে মার খেয়ে ঘর ছাড়তে বাধ্য হয়। অনুসন্ধানের রিপোর্টারদের হাতে আরও মেলে বঙ্গ বাজার কমপ্লেক্সে একটি দোকান আছে দোকান নং১৩৫৫ ট্রেড সেন্টারের চতুর্থ তলায় একটি দোকান, দোকান নং ২৪/১ ও বশ্রীনগরে আরো দুইটি দোকান।।
আছে নারায়ণগঞ্জ পাগলা ফতুল্লা থানা কুতুব ইউনিয়নের দেল পাড়া গ্রামে একটি বাড়ি, শ্রীনগরের ১৪ কাঠা ও সাউথ টাউন প্রজেক্টে ৩ কাঠা জায়গা ও ৩৮/৪০ ভড়ি স্বর্ণ অলংকার ও স্ত্রী রাজিয়া সুলতানা রিনার আয়ত্তে।
১৯৮৬ সাল থেকে এই ভদ্রলোক নিজের সুখের কথা না ভেবে নিজ পরিবারের ভালো থাকার ও উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে প্রবাসে থেকে আজ তার এতো কিছু থাকতে ও এতো সম্পদ থাকতে ও নিজেই আজ আশ্রিত বোনের বাড়িতে। আব্দুল রাজ্জাক জানান গণমাধ্যমকর্মীদের একজন প্রবাসীর বিশ্বাস ও ভরসার করার মতো পরিবার ব্যতীত কেউ থাকেনা। সেই পরিবারের কাছে সেই স্ত্রীর কাছেই আজ সে চরম প্রতারিত। সে তার সাথে এই প্রতারণার উচ্চতর তদন্ত ও শাস্তি কামনা করে ও দেশরত্ন মাননীয় ও দেশের সর্বস্তরের মানুষ প্রবাসী সংগঠন এর কাছে সহযোগিতা কামনা করেন।

পরবর্তী দেখতে চোখ রাখুন
দৈনিক সময়ের কন্ঠে,,

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম

পুরো ৩৪ টি বছর প্রবাসে থেকে আজ স্ত্রী রাজিয়া সুলতানা রিনা ও তার পরিবারের কাছে নির্যাতিত,,

আপডেট টাইম : ০৫:৩৬:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩

আব্দুল রাজ্জাক কুয়েত ছিলেন পুরো ৩৪ বছর। পরিবারের জন্য পরিবারকে ভালো রাখতে বিদেশ গমন করেন। কে জানতো যে শেষ বয়সে এমন পরিণতি হবে। স্ত্রীকে বিশ্বাস করে উজ্জ্বল ভবিষ্যতের জন্য জমিন ক্রয় করতে বলেন আব্দুল রাজ্জাক বিদেশ থেকে।
স্ত্রী জমিন তো কিনেন কিন্তু নিজের নামে। ঠিক এমনি ভাবেই ঢাকায়,নারায়ণগঞ্জ, ও শ্রীনগরে জায়গা /বাড়ি কেনেন সব কিছুই নিজের নামে। ১ ছেলে ও ১ মেয়ে আছেন আব্দুল রাজ্জাক রাজিয়া সুলতানা রিনার ওই দম্পতির।
ডিভোর্স হয়নি তবুও নেই স্বামী আব্দুর রাজ্জাকের সাথে কোন সম্পর্ক। দৈনিক সময়ের কন্ঠ একটি লিখিত অভিযোগ দিলে আব্দুল রাজ্জাক, অনুসন্ধানী রিপোর্টাররা যায়। তার এলাকায় জানতে পারে শুধু মাত্র স্ত্রী নয় রিনার বোন আব্দুল রাজ্জাক এর শালি চম্পা ও আব্দুল রাজ্জাকের ছেলে মেহরাজ এর হাতে ও মার খায় ৬০ বছরের বৃদ্ধা। প্রতিবেশীরা জানান ছেলে মেহেরাজ (২৩) নেশায় আসক্ত। তার স্ত্রী কুমন্ত্রণা দিয়ে ছেলে কে দিচ্ছে নেশার টাকা, আর জন্মদাতা পিতা কে খাওয়াচ্ছে মার। অনুসন্ধানের এক সুত্রে জানা যায় তার স্ত্রী রাজিয়া সুলতানা রিনা এখন মুন্সিগঞ্জে ভাড়া বাড়িতে আছেন। শোনা যায় আব্দুল রাজ্জাক কিছুদিন আগে স্ত্রী রিনা ও তার শালি চম্পা এবং সব শেষে ছেলে মেহরাজের হাতে মার খেয়ে ঘর ছাড়তে বাধ্য হয়। অনুসন্ধানের রিপোর্টারদের হাতে আরও মেলে বঙ্গ বাজার কমপ্লেক্সে একটি দোকান আছে দোকান নং১৩৫৫ ট্রেড সেন্টারের চতুর্থ তলায় একটি দোকান, দোকান নং ২৪/১ ও বশ্রীনগরে আরো দুইটি দোকান।।
আছে নারায়ণগঞ্জ পাগলা ফতুল্লা থানা কুতুব ইউনিয়নের দেল পাড়া গ্রামে একটি বাড়ি, শ্রীনগরের ১৪ কাঠা ও সাউথ টাউন প্রজেক্টে ৩ কাঠা জায়গা ও ৩৮/৪০ ভড়ি স্বর্ণ অলংকার ও স্ত্রী রাজিয়া সুলতানা রিনার আয়ত্তে।
১৯৮৬ সাল থেকে এই ভদ্রলোক নিজের সুখের কথা না ভেবে নিজ পরিবারের ভালো থাকার ও উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে প্রবাসে থেকে আজ তার এতো কিছু থাকতে ও এতো সম্পদ থাকতে ও নিজেই আজ আশ্রিত বোনের বাড়িতে। আব্দুল রাজ্জাক জানান গণমাধ্যমকর্মীদের একজন প্রবাসীর বিশ্বাস ও ভরসার করার মতো পরিবার ব্যতীত কেউ থাকেনা। সেই পরিবারের কাছে সেই স্ত্রীর কাছেই আজ সে চরম প্রতারিত। সে তার সাথে এই প্রতারণার উচ্চতর তদন্ত ও শাস্তি কামনা করে ও দেশরত্ন মাননীয় ও দেশের সর্বস্তরের মানুষ প্রবাসী সংগঠন এর কাছে সহযোগিতা কামনা করেন।

পরবর্তী দেখতে চোখ রাখুন
দৈনিক সময়ের কন্ঠে,,