ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জরিমানা অর্থদণ্ড
- আপডেট টাইম : ০৭:২১:৪২ অপরাহ্ণ, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৯৭ ৫০০০.০ বার পাঠক
রবিবার ১৯/০২/২০২৩ইং তারিখে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক(উপসচিব) জনাব দিলরুবা আহমেদ এঁর নেতৃত্বে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০) এর অধীন বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনু্যায়ী নির্মাণসামগ্রী ফুটপাথে উন্মুক্ত অবস্থায় রাখার অপরাধে ৭ ব্যক্তিকে, কঠিন বর্জ্য (ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২১ অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১ টি রেস্টুরেন্টকে এবং চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী সঠিক চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ২ টি হাসপাতালকে মোট ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার টাকা) জরিমানা ধার্যপূর্বক তৎক্ষণাৎ আদায় করা হয়। চরপাড়াস্থ শাহীন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাস্পাতালকে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। কোর্ট চলাকালে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক জনাব রুবেল মাহমুদ, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মিহির লাল সরদার এবং জেলা-বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ময়মনসিংহ পুলিশ মোবাইল কোর্টে সার্বিক নিরাপত্তা প্রদান করে।