কুমিল্লা ক্যান্টনমেন্ট এর সামনে-অবৈধ মাইক্রো স্ট্যান্ড করে-পরিবহন সেক্টরে-চাঁদাবাজির অভিযোগ
- আপডেট টাইম : ১১:৫০:৩৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
- / ৩৫০ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান-বাংলাদেশের কুমিল্লা জেলার-ময়নামতি ক্যান্টনমেন্ট এর সামনে-মহাসড়কের জায়গা দখল অবৈধ মাইক্রো স্ট্যান্ড-তৈরি করে পরিবহন সেক্টরে চাঁদাবাজি করছে-কতিপয় চাঁদাবাজ এমন অভিযোগ পাওয়া যায়।পরিবহন সেক্টর থেকে এসব চাঁদাবাজ গ্রুপ প্রতিমাসে প্রতি মাইক্রো থেকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা করে দাবি করে,দিলে ভালো,না দিলে গায়ে হাত তোলা সহ মারামারি করার অভিযোগ ও আসে।
গাড়ির ইঞ্জিন ছিনিয়ে নেয়ার ঘটনা ও ঘটে।অনুসন্ধানে জানা যায়-মুক্তার নামের বাহিনী দ্বারা উক্ত অবৈধ কর্মকান্ড পরিচালনা করছেন যা অনৈতিক,কুমিল্লার পরিবহন সেক্টরে উক্ত সব অরাজকতা সৃষ্টিকারী ব্যক্তিদের ও সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে-কুমিল্লা পরিবহন সেক্টরের পরিবেশ সুন্দর স্বাভাবিক করার অনুরোধ জানান-কুমিল্লা সুশীল সমাজ ও কুমিল্লার পরিবহন ব্যবসায়ীগণ-কুমিল্লা জেলা পুলিশের প্রতি।