দেবহাটা থানা পুলিশের অভিযানে ১৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৪:৪০:০১ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৬৪ ৫০০০.০ বার পাঠক
দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে আজ ভোররাতে এসআই (নিঃ) শোভন দাশ ও এএসআই (নিঃ) আবদুর রহিম গাজী সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার নাংলা এলাকা থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ আসামি ১। ফারুক হোসেন(৪৮), পিতা- মৃত কুরবান আলী ,স্থায়ীঃ গ্রাম- বাহাদুরপুর, থানা- গোয়ালন্দ, জেলা -রাজবাড়ী, এপি সাং- কাইয়ুমপুর, মানিক চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ, ২। আনারুল ইসলাম (৩৫), পিতা- গফ্ফার মোল্লা, গ্রাম- উত্তর সখিপুর, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা ও ৩। হাবিবুর রহমান হাবীব(৫৫), পিতা-মৃত জুড়োন সরদার, গ্রাম- বসন্তপুর, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদেরকে গ্রেপ্তার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। এ ছাড়া এসআই মাহাবুর রহমান এক ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেন। আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।