বরগুনার পাথরঘাটায় ইজিবাইক ও ইটবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২
- আপডেট টাইম : ০৩:০৯:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৬২ ৫০০০.০ বার পাঠক
শুক্রবার (১৭ ফেরুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া-বাইনচটকী এলাকার আলিশার মোড় নামক স্থানে ইজিবাইক ও ইট বোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে হাসান (১৮) নামক এক ইজিবাইক চালকের মৃত্যু হয়।
নিহত হাসান উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
এসময় বেল্লাল (২৫) ও মন্টু মিয়া (৪৫) নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছে। পরে তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত বেল্লালের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে ও মন্টু মিয়া বরগুনা পোটকাখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইনচটকি ফেরিঘাট থেকে ইট বোঝাই একটি টমটম পাথরঘাটার উদ্দেশ্যে আসছিল। অপরদিকে থেকে বাইনচটকি যাওয়ার পথে আলিশার মোড় এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে বেলালের মৃত্যু হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সঞ্জয় মজুমদার বলেন, ঘটনার পর সরেজমিন গিয়ে লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ইজিবাইক ও ইটবোঝাই টমটম জব্দ করা হয়েছে।
উল্ল্যেখ,সারাদেশের ন্যায় কাকচিড়া বরগুনা মহাসড়কে ক্রমাগতই ফিটনেস বিহীন অবৈধ টমটম ও ব্যাটারি চালিত ইজিবাইক বেড়েই চলেছে উল্লেখিত সড়কে কোন প্রকারেই থামছে না দুর্ঘটনা।
দুই মাসের মাথায় টমটমের ধাক্কায় আরো একটি প্রাণ গেল।