বিরামপুরে সিমান্ত এলাকায় শিশু সহ ৩ রোহিঙ্গা আটক
- আপডেট টাইম : ০৩:০৪:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১
- / ৩০৯ ৫০০০.০ বার পাঠক
জাহাঙ্গীর জেলা ,দিনাজপুরের প্রতিনিধি।।
দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দেশমাহাট এলাকায় গতকাল ৮ ফেব্রুয়ারী সোমবার দুপুর ২ঘটিকায় রাস্তায় অপরিচিত শিশু সহ ২দম্পতির ঘোরাফেরা দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা মকসুদা বেগম তাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করেন। কিন্তু তাদের ভাষা বুঝতে পারেন না। তাদের ভাষা বুঝতে না পারায় তাদেরকে নিজ বাসায় নিয়ে যান এবং ৫নং বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম কে অবহিত করেন। ইউনিয়ন চেয়ারম্যান মহিলা সদস্যার বাড়িতে এসে তাদের সঙ্গে কথা বলে তারা যে রোহিঙ্গা তা নিশ্চিত করেন এবং ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শরিফ উল্লা আবেদ সাহেবকে অবহিত করেন।
২৯বিজিবির অধিনায়ক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের নিকটবর্তী চৌঠা বিজিবি বিওপি র ক্যাম্পকমান্ডার সুবেদার মইনুল ইসলাম কে রোহিঙ্গা দম্পতি কে উদ্ধার করার নির্দেশ দেন।
চৌঠা ক্যাম্প কমান্ডার বিজিবি সদস্যদের নিয়ে রোহিঙ্গা দম্পতিকে উদ্ধার করে বিরামপুর থানায় জমা দেন।
আজ ৯ফেব্রোয়ারী বিরামপুর থানা শিশু সহ রোহিঙ্গা দম্পতি কে দিনাজপুর আদালতে পাঠিয়ে দেন।।
দৈনিক সময়ের কন্ঠ ও দৈনিক ভোরের ধ্বনি।