বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে-চাঁদপুরে নিয়োগ পরীক্ষা-২০২২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৮:২৫:৪৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৮৪ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান-
“চাকরি নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার এঁর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর লিখিত পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হলো।
পুলিশ সুপারের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে জানান-
আগামী ২৩ তারিখ সকাল ৮.০০ ঘটিকায় লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ একইদিন সকাল ৯.০০ ঘটিকায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কেউ দালাল, প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালাল/প্রতারক চক্র থেকে দূরে থাকুন। আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে প্রার্থীতা তাৎক্ষনিক বাতিল সহ গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় জনাব মুহাম্মদ তালেবুর রহমান, এআইজি, পুলিশ হেডকোর্টার্স ঢাকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ অপস্) জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর, জনাব ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম মেট্রো), পুলিশ হেডকোর্টার্স ঢাকা, জনাব মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নোয়াখালী, জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), লক্ষীপুর, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) জনাব মোঃ আবুল কালাম চৌধুরী, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।