আবারও বানিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র
- আপডেট টাইম : ০৮:১৬:৫৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৩৪ ৫০০০.০ বার পাঠক
আবারও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে যাচ্ছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতের যেকোনো সময় থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। কয়লা সংকটে বন্ধ থাকার এক মাস পর উৎপাদনে যাচ্ছে এই তাপবিদ্যুৎকেন্দ্র। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ উৎপাদন শুরু করতে যাওয়ার বিষয়টি বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপব্যবস্থাপক আনোয়ারুল আজিম। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে বুধবার রাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। একইসঙ্গে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে দেশে চলমান লোডশেডিং কমে যাবে।’এর আগে গত ৯ ফেব্রুয়ারি ৩০ হাজার টন কয়লা নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে কয়লা খালাস করে নিয়ে যাওয়া হয় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে। ওই কয়লা দিয়েই বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে কেন্দ্রটি।২০১০ সালের আগস্ট মাসে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তাপবিদ্যুৎ করপোরেশনের (এনটিপিসি) মধ্যে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে সমঝোতা হয়। এর দুই বছর পর ২০১২ সালের ২৯ জানুয়ারি এনটিপিসির সঙ্গে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি করে সরকার। চুক্তি অনুযায়ী ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)’ নামে একটি কোম্পানি গঠন করা হয়। ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই ইউনিটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গত বছরের ২৩ ডিসেম্বর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। সেইসঙ্গে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এরই মধ্যে কয়লা সংকটে গত ১৪ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়।