পাথরঘাটায় লাল মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
- আপডেট টাইম : ০২:৪৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ২০৭ ৫০০০.০ বার পাঠক
পাথরঘাটায় লাল মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, এ সময়ে উপস্থিত ক্রীড়া প্রেমী ও জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজানা সবুর রুমকি।
তিনি তার বক্তব্যে উপকূলীয় জনপদ পাথরঘাটায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম গড়ে দিবেন বলে আশ্বস্ত করে বলেন বঙ্গবন্ধুর আদর্শের দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই খেলাধুলাই পারে একমাত্র যুব সমাজকে মাদকের ছোবল থেকে বিরত রাখতে।
ইহা ছাড়াও বিভিন্ন সময় বরগুনা ২ আসনের বামনা পাথরঘাটা বেতাগির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কিশোর ও যুব সমাজকে ক্রীড়া প্রেমী হতে উদ্বুদ্ধ করে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করতে দেখা যাচ্ছে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য হাসসানা সবুর তিয়াসা,পাথরঘাটা পৌরমেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন দাদু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।