কাশিমপুরে বনের জমিতে বহুতল ভবন নির্মাণ
- আপডেট টাইম : ০২:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৪৪ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুর এলাকায় বন বিভাগের জমিতে ৩, তলা বিশিষ্ট বাড়ি নির্মাণের কাজ চলছে।
গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড এর স্থানীয় মাধবপুর উত্তর পাড়ার দক্ষিণ বাগবের মৌজায় বনে জমিতে বহুতল ভবন তৈরির ঘটনায় এলকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
সরজমিনে দেখা, ৩,তলা ফাউন্ডেশন করে মৃত মনির হোসেন মনুর মেয়ে আলেয়া আক্তার (৪২) বহুতল বাড়ি নির্মাণ করছেন। আলেয়া আক্তার দক্ষিণ বাগবের গ্রামের মৃত মনির হোসেন মনুর মেয়ে।
স্থানীয়রা জানান,, প্রায় ২০ মৃত ইয়ার উদ্দিনের ছেলে বছর আগে মৃত মনির হোসেন মনু ৫৩ দাগে জমি ক্রয় করলেও বন বিভাগের সম্পত্তি হওয়ায় খারিজ পায়নি ক্রেতা। বর্তমানে বন বিভাগের গেজেট ভুক্ত ৫৩ দাগের এই সম্পত্তি।
কাশিমপুর ভুমি অফিস সুত্রে জানা যায়, এস এ খতিয়ানে ৫৩ দাগ বন বিভাগের সম্পত্তি আর আর এস খতিয়ানে একই দাগ ব্যক্তি মালিকানা সম্পত্তি।
এবিষয়ে কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম মুঠোফোনে বলেন, তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য বিট অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।