নড়াইলে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন
- আপডেট টাইম : ০২:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৯৫ ৫০০০.০ বার পাঠক
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে “চাকরি নয়, সেবা”- এই প্রত্যয়ে – গত ৭ ফেব্রুয়ারি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ খ্রিঃ এর প্রাথমিক বাছাই পর্বের ৩য় দিনে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে “Physical Endurance Test ”এর কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন প্রার্থীদের “Physical Endurance Test ” এর শুরুতে প্রতিটি ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে সুস্পষ্ট ব্রিফিং প্রদান করেন।
তিনি এ সময় চাকরি প্রত্যাশীদের নিজ যোগ্যতায় আস্থা রাখা এবং দালালচক্রের খপ্পরে পড়ে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য আহবান জানান।
নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ এ সময় অত্যন্ত তৎপর ছিলেন।