টিকা নিয়ে নিজেকে নিরাপদ মনে করছি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
- আপডেট টাইম : ০৬:৫৫:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০২১
- / ৩৬৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
করোনা ভাইরাসে টিকা নিয়ে নিজেকে নিরাপদ মনে করছেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বেলা ১১টা ৪০ মিনিটে টিকা নেওয়ার পর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এমনটি জানান তিনি।তিনি বলেন, ‘টিকা নেওয়ার পর নিজেকে নিরাপদ মনে করছি। করোনা ভাইরাসের যে ছোবল সেখান থেকে আমি এখন পুরোপুরিভাবে মুক্ত। ভ্যাক্সিন নেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা বিশ্বাস আমার ভেতর তৈরি হয়েছে।’রবিবার (৭ ফেব্রুয়ারি) দেশব্যাপী করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। এদিন সকাল ১০টায় মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সারাদেশে ১ হাজার ৫ টি কেন্দ্রে শুরু হয় এ টিকাদান কর্মসূচি। প্রথম দিন এ টিকা পেয়েছেন ৩১ হাজার ১৬০ জন নাগরিক।