নাসিরনগরে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত
- আপডেট টাইম : ০৯:৫২:১৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
- / ১৬৬ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সরাইল নাসিরনগর মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা পুরুষ মহিলা ও শিশু সহ প্রায় ৯ জন আহত হয়েছে।অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক।আহতদের মাঝে মুমূর্ষ অবস্থায় কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা প্রেরণ করা হয়েছে।
৩১ জানুয়ারী ২০২৩ রোজ মঙ্গলবার সকাল অনুমান ৮ ঘটিকার সময় নাসিরনগর- সরাইল নাসিরনগর মহাসড়কের লাল মিয়া মাষ্টারের বাড়ির পাশে বটগাছের নীচে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে সকালে লাখাই থেকে ছেড়ে আসা ঢাকাগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুরাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক, নারী শিশু সহ ৯ জন গুরুতর আহত হয়।আহতরা হলেন ১৬ মাস বয়সী শিশু বায়জিদ,শাহ আলম(২৭), খাদিজা বেগম(৪৮),লাল চাঁন বাদশা (৩৫),আলম, নাজমা, শাহিন ও ফুরকান।
পরে স্থানীয় লোকজন এবং নাসিরনগর থানা পুলিশের সহযোগীতায় আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর সদর ও ঢাকায় প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লা সরকার জানান এখন পর্যন্ত কোন নিহতের ঘটনা ঘটেনি। তবে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।