ময়মনসিংহে অসহায় শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ

- আপডেট টাইম : ০৫:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ২২২ ১৫০০০.০ বার পাঠক
আজ ৩০ জানু.-২৩ সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু।
এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ৩, ৫, ৭ এবং ১০ নং ওয়ার্ডের অসহায় শীতার্ত ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মসিক।
মেয়র তাঁর স্বাগত ভাষণে বলেন, সুখে দুঃখে আমরা অতীতে আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। করোনার সময় মানবিক সহায়তা নিয়ে অসহায় নাগরিকদের পাশে আমরা ছিলাম।
তিনি আরো বলেন, বয়স্ক ৫০০০ নাগরিককে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বয়স্কভাতার কার্ড বিতরণ করা হয়েছে। বন্যা, অগ্নিকাণ্ড সকল দুর্যোগে আপনাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি। আমাদের সকল প্রচেষ্টা নাগরিকদের ভালো রাখার জন্যই।
বিতরণকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তার, কাউন্সিলর মো. শরিফুর রহমান, মো: নিয়াজ মোর্শেদ, মো. ফারুক হাসান, তাজুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, শাম্মী আক্তার মিতু, হামিদা পারভীন ও রোকসানা প্রমুখ উপস্থিত ছিলেন