সংবাদ শিরোনাম ::
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করো ॥ মেয়ার্সদের উদ্দেশ্যে কার্ল হুপার
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৪৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ২৯৫ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে প্রসংশায় ভাসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই জয়ের পর উত্তরসূরিদের প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক কার্ল হুপার । কাইল মেয়ার্সদের উদ্দেশ্যে তিনি বললেন বাংলাদেশকে যেন হোয়াইটওয়াশ করে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০২টি টেস্ট ও ২২৭টি ওয়ানডে খেলা হুপার এক টুইট বার্তায় বলেন, “দুর্দান্ত জয়, ওয়েস্ট ইন্ডিজ দলকে এখান থেকে আশীর্বাদ! অসামান্য ইনিংসের জন্য কাইল মায়ার্সকে অভিনন্দন। সিরিজটিকে ২-০ করো।”
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত চট্টগ্রাম টেস্টে চার দিনই ব্যাকফুটে ছিল ক্রেইগ ব্র্যাথওয়েটরা। কিন্তু অভিষিক্ত কাইল মেয়ার্সের অপরাজিত ২১০ রানের ইনিংসে ভর করে শেষ দিনের শেষ মুহূর্তে ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ানরা। দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে।
আরো খবর.......