সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জে আগুনে পুড়ে বসত ঘর ছাই, খোলা আকাশের নিচে ৫ পরিবার

মোঃ হাবিবুর রহমান (সিলেট)
- আপডেট টাইম : ০৬:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ১৯৩ ১৫০০০.০ বার পাঠক
জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। এবং আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (২৫ জানুয়ারী) দুপুরের দিকে খলাছড়া ইউনিয়নে বেউর গ্রামের আইনুল হকের বাড়িতে বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের আইনুল হক ও রেহান আহমদ সহ মোট পাঁচটি পরিবারের বসতঘর আগুন ছড়িয়ে পড়ে ছাই হয়ে যায়।
এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরো খবর.......