বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন
- আপডেট টাইম : ১২:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ২৩৭ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন আওলাদ হোসেন। সংগঠন কে গতিশীল ও শক্তিশালী করতে , তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এ নির্দেশা দিয়েছেন এতথ্য নিশ্চিত করেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার ও বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত আওলাদ হোসেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
এ ব্যাপারে আওলাদ হোসেন আমাদের প্রতিনিধি কে বলেন, আশা করি সবার সহযোগিতা নিয়ে সংগঠনের কর্মসূচি যথাযথভাবে পালন করে গতি ফিরিয়ে সংগঠন কে আরো শক্তীশালী করতে পারব।