সংবাদ শিরোনাম ::
নওগাঁ শহরের চকপিয়ার এলাকায় ডোবায় পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
আলমগীর হোসেন নওগাঁ জেলা প্রতিনিধ
- আপডেট টাইম : ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ২০০ ৫০০০.০ বার পাঠক
গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে দিকে এই ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো ওই এলাকার আব্দুর রহমান ছেলে আব্দুল্লাহ (৫) ও নাহিদুজ্জামান মুসার মেয়ে খাদিজা (৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান।
স্থানীয়রা জানান, দুই শিশু বিকেলে বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ওই ডোবাতে খাদিজাকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা আব্দুল্লাহ ও খাদিজাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
আরো খবর.......