শ্রীবরদীতে ৪ হাত ও ৪ পা বিশিষ্ট এক নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে

- আপডেট টাইম : ০২:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৮৬ ১৫০০০.০ বার পাঠক
শেরপুরে ৪ হাত ও ৪ পা বিশিষ্ট অদ্ভূত এক নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে। ২০ জানুয়ারি শুক্রবার জেলা সদর হাসপাতালে ওই শিশুর জন্ম দেন হোসনে আরা বেগম (২৬) নামে এক নারী। ২১ জানুয়ারি শনিবার সকালে ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, হোসনে আরা বেগম শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের রফিক মিয়ার স্ত্রী। হোসনে আরা বেগমের একটি কন্যা সন্তান রয়েছে। এটি তার দ্বিতীয় ছেলে সন্তান এবং প্রসূতি হোসনে আরা বেগম সুস্থ রয়েছেন।
জেলা সদর হাসপাতালের চিকিৎসাকরা জানান, ওই অদ্ভূত নবজাতক শিশু সুস্থ রয়েছে। তবে তার শরীরের স্বাভাবিক গঠন ফিরিয়ে আনতে সার্জারী প্রয়োজন হওয়ায় শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবজাতক দেখতে আসা আমিনা খাতুন বলেন, আমার এক বান্ধবীর কাছ থেকে শুনে দেখতে আসলাম, এসে দেখি অদ্ভূত এক শিশু। ৪ হাত ও ৪ পা। আমি জীবনেও এমন শিশু দেখিনি