জনপ্রিয় ও বরেণ্য প্রধান শিক্ষক আবু ইউসুফ ভূইয়ার ইন্তেকাল। উপজেলা শিক্ষা পরিবারে শোকের মাতম
- আপডেট টাইম : ১০:৪৩:৪৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩
- / ৩১০ ৫০০০.০ বার পাঠক
কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বরেণ্য শিক্ষক, শিক্ষক নেতা ও বহুগুণের অধিকারী আবু ইউসুফ ভূঁইয়া (৫৬) গতকাল (১৮ জানুয়ারি), সন্ধ্যা ৬: ৪৫ ঘটিকায় ম্যাসিভ হার্ট এ্যাটাকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (১৯ জানুয়ারি) বাদ জোহর আকছিনা পূর্বপাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি, তিনি বুকে ব্যথাজনিত কারণে বিদ্যালয় হতে বাড়ি চলে আসেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়া হয়। তিনি কুমিল্লা নগরীর সিডি প্যাথ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধ পিতা, স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
কুমিল্লা সিডি প্যাথ হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক তৃপ্তিষ চন্দ্র ঘোষ জানান, হার্ট এট্যাকের পর চিকিৎসাধীন অবস্থায় তিনি পুনরায় হার্ট এট্যাকে আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এদিকে, জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুর খবরে কুমিল্লা সিডি প্যাথ হসপিটালে ভিড় করেন পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীরা। আবু ইউসুফ ভূইয়া পরিবার নিয়ে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় নিজ ফ্ল্যাটে এবং গ্রামের বাড়ি কসবার আকছিনা গ্রামে বসবাস করতেন। তিনি কুমিল্লাস্থ কসবা উপজেলা কল্যাণ সমিতির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সদস্য ছিলেন।
মানুষ গড়ার কারীগর আবু ইউসুফ ভূঁইয়া ছিলেন, কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বর্তমান সভাপতি, কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক, কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য, বাংলাদেশ স্কাউটস কসবা উপজেলার বর্তমান সহ-সভাপতি ও সাবেক সহকারি কমিশনার এবং কমিশনার, কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রধান, সাবেক সদস্য সচিব, পানিয়ারূপ অ্যাডভোকেট সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের দুইবারের নির্বাচিত সাবেক অভিভাবক সদস্য, প্রতিষ্ঠাতা সভাপতি ‘আকছিনা মাইলস্টোন প্রি ক্যাডেট স্কুল’, সভাপতি ‘আকছিনা-কুল্লাবাড়ী মডার্ণ হাই স্কুল, প্রধান শিক্ষক কসবা পৌর উচ্চ বিদ্যালয় এবং উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছিলেন।