ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
- আপডেট টাইম : ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ৭৩৯ ৫০০০.০ বার পাঠক
শনিবার (১৪ জানুয়ারী ২০২২) তারিখ দুপুর ১২. ৩০ ঘটিকা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের কর্তৃপক্ষের আয়োজনে হাসপাতালের কনফারেন্স হলে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি’র আয়োজন করেন। মমেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপ পরিচালক ডাঃ মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে প্রথমে কোরআন তেলায়ত, গীতা পাঠ,বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।
ডাঃ মোঃ আরিফ মাহমুদ এর সঞ্চালনায় মঞ্চে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আব্দুল কাদের, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্ররঞ্জন দেবনাথ, ডাঃ টিআই খান ওয়াসিম রেজিস্ট্রার হৃদরোগ বিভাগ,ডাঃ মানিক মজুমদার। অনুষ্ঠানে মানপত্রসহ ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয় বিদায়ী পরিচালকে হাতে।
বিদায় বেলা মনের ভাব প্রকাশ করে বক্তব্য রাখেন, চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, গোলাম মোস্তফা রেকর্ড কিপার মমেক হাসপাতাল, মোঃ শাহজাহান স্টোর কিপার, লুৎফর রহমান সিনিয়র স্টাফ, নিভা মতি রানী চন্দ সেবাদানকারী তথ্য, ডাঃ মানিক মজুমদার আরটি ময়মনসিংহ মেডিকেল কলেজ,ডাঃ রাহাত চৌধুরী, ডাঃ শেখ আলী রেজা সিদ্দিকী সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার), ডাঃ মোঃ হারুন অর রশিদ প্রমূখ।
এ সময় ভারপ্রাপ্ত উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, স্যার আমাদের অভিভাবকের ন্যায় সকল কার্যক্রমে সহযোগিতা করেছেন। ঝাড়ুদার থেকে শুরু করে অধ্যাপক পর্যন্ত স্যারের সাথে একটা সু-সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে স্যারের রুমে ডেকে নিয়ে সার্বক্ষণিক হাসপাতালের উন্নয়নে বিভিন্ন দিক দিয়ে পরামর্শ দিতেন।
বিগ্রেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া বিদায়ী বক্তব্য বলেন, আপনারা আমাকে যেভাবে বিদায়ী মূহুর্তে আনন্দিত উৎফুল্ল করেছেন তা ভুলার মত নয়। দায়িত্বরত কালে সকল ডাক্তার নার্সসহ সকলস্তরের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা নিয়ে মমেক হাসপাতাল উন্নয়নের দিকে এগিয়ে নিয়েছি। কোন কাজ আমি অসমাপ্ত রাখিনি।
আমি শতভাগ চিকিৎসা ব্যবস্থা করেছি। চিকিৎসা নিতে আসা প্রতিটি রুগী আমাদের হাসপাতাল থেকে পেয়েছে শতভাগ ঔষধ। এ ছাড়াও সরকারকে গত বছরে প্রায় ১৭ কোটির অধিক টাকার কর প্রদান করেছি। এ বছরের ৬ মাসে ১০ কোটি টাকার কর প্রদান পরিশোধ করেছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।
আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকগন, নার্স, বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।