শীতার্তদের মাঝে উপমন্ত্রী হাবিবুন নাহার’র কম্বল বিতরণ
- আপডেট টাইম : ০৩:০৩:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩
- / ২০৫ ৫০০০.০ বার পাঠক
বাগেরহাট-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার’র ব্যক্তিগত উদ্যোগে মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় শীতার্ত দরিদ্র পরিবারের লোকজনের মাঝে উপহারের কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৩ জানুয়ারী) মোংলা পৌর আ’লীগ কার্যালয় সকাল ১১টায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম শরীফুল ইসলাম, কাউন্সিলর বাহাদুর মিয়া, জোহরা বেগম, শিউলি আকন, আ’লীগ নেতা শেখ বেল্লাল হোসেন, কামরুল ইসলাম প্রমূখ।
এর আগে সকাল ১০টায় দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর উদ্যোগে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।