শাহজালাল কার হাটের উদ্যোগে- ১ লা জানুয়ারি ২০২৩ ইংরেজি এ হযরত শাহজালাল ও হযরত শাহপরান এর স্মরণে ৯ম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১২:৩৯:০১ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০২৩
- / ৩৯৭ ৫০০০.০ বার পাঠক
সূত্র তথ্য মতে জানান ১ লা জানুয়ারি ২০২৩ ইংরেজি এ হযরত শাহজালাল ও হযরত শাহপরান এর স্মরণে ৯ম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ কারহাট সংলগ্ন মামুদপুর ভুই ঘরে-শাহজালাল কার হাটের উদ্যোগে।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন-জনাব আলহাজ্ব আল মামুন মিন্টু ভাই,
সভাপতি- জনাব আলাউদ্দিন সাউথ,
প্রধান বক্তা-জনাব হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ আশিকি,
বিশেষ বক্তা-জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ও হযরত মাওলানা মুফতি হেলাল উদ্দিন আমিনি আল আবিদি।অনান্যা মাওলানারও বক্তব্য রাখবেন।
দাওয়াতি অতিথিবৃন্দ হিসেবে থাকবেন-জনাব-ওমর আলী সরকার,
আব্দুর রব সরকার,
মিজানুর রহমান ঝন্টু,
নাসির আহমেদ,
আকরাম আলী,মনির গাজী,মহিউদ্দিন,খোকন,দ্বীন ইসলাম,মামুন,ইব্রাহিম খলিল,কাশেম,মুমিন,আসলাম,আব্দুস সোবাহান,আলহাজ্ব বাদল,জসিম,মঞ্জুর, শফিক,হাজারী,জহিরুল ইসলাম,আলাউদ্দিন,মমজাদ,পিন্টু,জাহাঙ্গীর,আলম,শাহ আলম,জানে আলম,লিটন,আলী,বাবু,শেখ আজহার মুন্না,শাহ আলম,শহিদুল ইসলাম,বকুল,ফুলকান,আলাউদ্দিন,হানিফ,কমান্ডার,জালাল,বকুল,শিপন ও অন্যান্যরা।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে ব্যবস্থাপনায় আছেন-হযরত শাহজালাল রহমতুল্লাহ কার হাট বাবুল সরকার। সার্বিক সহযোগিতায়-জনাব হাবিবুর রহমান হীরা সরকার।