ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে সুইচ গিয়ার এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত ২০২৫ সাজেকে আগুন ছড়িয়ে পড়েছে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ছাত্রীনিবাস থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার

শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা-স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : জকিগঞ্জে মন্ত্রী মোজাম্মেল

মোঃ হাবিবুর রহমান (সিলেট)
  • আপডেট টাইম : ০৭:২৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / ১৮৪ ৫০০০.০ বার পাঠক

সিলেটের জকিগঞ্জে নবনির্মিত মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বারহাল ইউপির শাহবাগে স্থানীয় সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নবনির্মিত ক্লিনিকের ফিতা কেটে উদ্বোধন করেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের সূচনা করেন।

এ সময় এক অনুষ্ঠানে মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকের উদ্যোক্তা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক কাওসার চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক শুভ্রকান্তি দাশ চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের শিক্ষা ও চিকিৎসাক্ষেত্রে ব্যাপক এগিয়ে গেছে। গ্রাম’গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, চিকিৎসা সেবা, যোগাযোগ ব্যবস্থার দিকে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ৬৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে কমিউনিটি ক্লিনিকের প্রকল্প গ্রহণ করেছিলো। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে এ প্রকল্প বাতিল করে ছাগল পালনের প্রকল্প করেছিলো। বিএনপি বাংলাদেশকে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে চায় না। এরশাদ-বিএনপি মিলে দেশ ২৯ বছর শাসন করেছে। কিন্তু কোন উন্নয়ন করেনি। বিএনপি এখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগকে ভোট দিলে ধর্ম যাবে বলে একটি মহল অপপ্রচার করে। ধর্মের অপব্যাখা দিয়ে জনগনকে বিভ্রান্ত করে। শেখ হাসিনা সরকার মসজিদ, মাদ্রাসায় উন্নয়ন করেছেন।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কিছু উপজেলায় এ নিয়ে দ্বিমত পোষণ করে আপিল করেছেন। আপিল আইনী ও সময়ের ব্যাপার। জকিগঞ্জ দেশের প্রথম মুক্তাঞ্চল সেটার কোন যথাযথ প্রমাণ মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে সংশোধনের উদ্যোগ নেয়া হবে। তিনি আরও বলেন, পৃথিবীর কোনও ধর্মই সন্ত্রাস-জঙ্গিবাদ সমর্থন করে না। একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট-৫ আসনের সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের এই দেশ উপহার দিয়েছেন। তাদের অবদান দেশের সবকিছুর ঊর্ধ্বে, কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব। মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিক স্থাপন করায় তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক কাওসার চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন। দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে তিনি সকল দলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফী চৌধুরী এলিম, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শামিম আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী প্রমূখ। এ সময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবীদ, শিক্ষক, সমাজসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা-স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : জকিগঞ্জে মন্ত্রী মোজাম্মেল

আপডেট টাইম : ০৭:২৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

সিলেটের জকিগঞ্জে নবনির্মিত মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বারহাল ইউপির শাহবাগে স্থানীয় সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নবনির্মিত ক্লিনিকের ফিতা কেটে উদ্বোধন করেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের সূচনা করেন।

এ সময় এক অনুষ্ঠানে মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকের উদ্যোক্তা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক কাওসার চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক শুভ্রকান্তি দাশ চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের শিক্ষা ও চিকিৎসাক্ষেত্রে ব্যাপক এগিয়ে গেছে। গ্রাম’গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, চিকিৎসা সেবা, যোগাযোগ ব্যবস্থার দিকে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ৬৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে কমিউনিটি ক্লিনিকের প্রকল্প গ্রহণ করেছিলো। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে এ প্রকল্প বাতিল করে ছাগল পালনের প্রকল্প করেছিলো। বিএনপি বাংলাদেশকে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে চায় না। এরশাদ-বিএনপি মিলে দেশ ২৯ বছর শাসন করেছে। কিন্তু কোন উন্নয়ন করেনি। বিএনপি এখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগকে ভোট দিলে ধর্ম যাবে বলে একটি মহল অপপ্রচার করে। ধর্মের অপব্যাখা দিয়ে জনগনকে বিভ্রান্ত করে। শেখ হাসিনা সরকার মসজিদ, মাদ্রাসায় উন্নয়ন করেছেন।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কিছু উপজেলায় এ নিয়ে দ্বিমত পোষণ করে আপিল করেছেন। আপিল আইনী ও সময়ের ব্যাপার। জকিগঞ্জ দেশের প্রথম মুক্তাঞ্চল সেটার কোন যথাযথ প্রমাণ মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে সংশোধনের উদ্যোগ নেয়া হবে। তিনি আরও বলেন, পৃথিবীর কোনও ধর্মই সন্ত্রাস-জঙ্গিবাদ সমর্থন করে না। একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট-৫ আসনের সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের এই দেশ উপহার দিয়েছেন। তাদের অবদান দেশের সবকিছুর ঊর্ধ্বে, কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব। মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিক স্থাপন করায় তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক কাওসার চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন। দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে তিনি সকল দলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফী চৌধুরী এলিম, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শামিম আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী প্রমূখ। এ সময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবীদ, শিক্ষক, সমাজসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।