একাডেমাস কোচিং হোমের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- আপডেট টাইম : ০১:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / ২৮৫ ৫০০০.০ বার পাঠক
গতকাল রবিবার ২৪ ডিসেম্বর সিলেট শহরের মেজরটিলাস্থ একাডেমাস কোচিং হোম এর আয়োজনে ২০২২ সালের এস.এস.সি. পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত ও অন্যান্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমাস কোচিং হোম এর সাবেক ছাত্র রাকিব আল হাসান ও পিংকী মুন্ডা’র উপস্থাপনায় ও কোচিং এর পরিচালক প্রভাষক আক্তার হোসাইন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও অধ্যক্ষ কালাম আজাদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইকবাল আহমদ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জালাল আহমদ,লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কবি মাজেদ আহমদ চঞ্চল,বিশিষ্ট সমাজসেবক মোয়াক্কির আহমদ সিদ্দিকী,শিক্ষানুরাগী জুবায়ের আহমদ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জামিল আহমদ চৌধুরী । শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক রিপন কুমার চৌধুরী,প্রভাষক মাজহারুল ইসলাম জয়নাল,শিক্ষক ফাহিদুল ইসলাম খান শাওন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার জারির অবনী,জুবায়ের আলম , জেরিন তাসনীম নুসরাত।
অতিথির বক্তব্যে বক্তারা বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না ক্ষুধা, দারিদ্র এবং দুর্নীতি। সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আজ থেকে আমরা আরও একটি শপথ করি-কোন রকম নেশার সাথে আমরা নিজে জড়াবো না এবং সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান।শুধু ভালো ছাত্র-ছাত্রী হলে না,ভালো মানুষ হতে হবে সবার আগে।
অনুষ্ঠান শেষে এসএসসি উত্তীর্ণ প্রায় দুই শতাধিক কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্টও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।