অ্যাম্বুলেন্স, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত

- আপডেট টাইম : ০৫:১৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ২০৪ ১৫০০০.০ বার পাঠক
রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছিড়া ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় এই দুর্ঘটনা হয়। এ সময় সৈয়দপুরগামী একটি অটোরিকশাকে সৈয়দপুরগামী অ্যাম্বুলেন্স পেছন দিক থেকে ধাক্কা দেয়। রংপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে পিষ্ট করে চলে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এতে ঘটনাস্থলেই চারজন এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও ১ জন মারা যান। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। ঘটনাস্থলে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, নিহতের ৪টি লাশ উদ্ধার করে তারাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আর একটি লাশ আছে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেই শিশুসহ আরও জন ভর্তি আছেন।