কালিয়াকৈর মটর বাইক আটকিয়ে চাঁদা দাবী
- আপডেট টাইম : ১১:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
- / ১৬৮ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কালিয়াকৈর থানার গোসাত্রা বাজার এলাকায় প্রিয় গং বাহিনী।ফিল্ম স্টাইলে মটর বাইক আটকিয়ে চাঁদাবাজি করেন।গত ১২ ই ডিসেম্বর মাস্টার প্লানে ইমরান নামক একটি ছেলের মটরবাইক আটকিয়েছে।যাহার গাড়ী নং ঢাকা মেট্র ল-(201146)।চাঁদাবাজ প্রিয় গং,শুধু মটরবাইক আটকিয়া ক্ষ্যান্ত হয়নি।ইমরান এর স্ত্রী সাজেদা খাতুন কে বেধড়ক পিটিয়ে ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়েছে।উক্ত ঘটনার বিষয়ে ১৯ ই ডিসেম্বর সোমবারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর,ভুক্তভোগী ইমরান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এর আগে ১৭ ই ডিসেম্বর গণমাধ্যমকর্মীরা বিষয়টি খতিয়ে দেখতে গেলে,প্রিয় বাহিনী র পিতা মাহমুদ আলী গণমাধ্যমকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।খোঁজ নিয়ে জানা যায় এই বাহিনীর অপকর্মের তান্ডবে অতিষ্ঠ কালিয়াকৈরবাসী।এব্যাপারে কালিয়াকৈর থানার এস আই মনির হোসেন বলেন,উক্ত বিষয় সমূহ একটি অভিযোগ হাতে পেয়েছি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।