ভয়াবহ অগ্নিকান্ডে ৩২টি ঘর পুড়ে ছাই
- আপডেট টাইম : ০৩:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ১৫২ ৫০০০.০ বার পাঠক
সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়ন এর কলতাসুতি গ্রামের মাজার রোড এলাকায় এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রবিবার (১৮ডিসেম্বর) ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারেণ আগুনের সূত্রপাত হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা গেছে।
এতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি কক্ষসহ বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট,বইপত্র ও ১৫টি কম্পিউটার পুড়ে গেছে।
এছাড়াও শ্রমিক কলোনীর একটি দোকানসহ ২৩টি ঘর ও ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট ঘটনাস্থলে পৗেছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন
পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থেল পৗেছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষিত হয়েছে তা তদন্ত করে বলা যাবে।তবে সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তেদর দাবী।