ডুবাই ও সৌদিআরবে সংক্ষিপ্ত সফরে যাচ্ছেন সৈয়দ মুহিবুর রহমান মিছলু
- আপডেট টাইম : ০২:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ১৬৪ ৫০০০.০ বার পাঠক
দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ, দৈনিক সুপার বাংলা নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক, মেসার্স ফোর স্টার কারুকাজ ফার্নিশিং এর চেয়ারম্যান এবং মেসার্স কারুকাজ এন্টারপ্রাইজ ও কারুকাজ গ্রুপ এর চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু স্বপরিবারে আগামী (১৮ ডিসেম্বর) রবিবার এক সংক্ষিপ্ত সফরে আরব আমিরাত (দুবাই) যাচ্ছেন এবং দুবাই সফর শেষে সৌদি আরবে যাবেন। সেখানে ওমরাহ হজ্জ পালন করে দেশে ফিরবেন।
সংবর্ধনার আয়োজন করে সিলেট বিভাগীয় প্রেসক্লাব ১৭-১২-২০২২ তারিখ বিকাল ৪.০০ ঘটিয়ায় জনাব খায়রুল আলম সুমনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম আব্দুল করিমের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ মুহিবুর রহমান মিছলু,৷সিলেট জেলা স্কাউটস এর সহকারী কমিশনার মো. হিফজুর রহমান খান, এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুহেল আহমদ,সিনিয়র সদস্য ফয়ছল আহমদ,দপ্তর সম্পাদক আবুল কালাম,দৈনিক সময়ের কন্ঠের সিলেট জেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, শাহপরান র থানা প্রতিনিধি কামরুল হুদা,সদর উপজেলা প্রতিনিধি তুহিন আহমদ প্রমূখ,
আলোচনা শেষে সৈয়দ মুহিবুর রহমান মিছলুকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
সৈয়দ মুহিবুর রহমান মিছলু বলেন সময় স্বল্পতার জন্য অনেক আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব এবং সহকর্মীবৃন্দ কে বলে যেতে পারিনি তাই দুঃখ প্রকাশ করছি। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।