মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জেলা পুলিশ গাইবান্ধার পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ প্রদর্শন ও দিনব্যাপী কার্যক্রমে অংশগ্রহণ।

- আপডেট টাইম : ০৬:০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ২৮১ ১৫০০০.০ বার পাঠক
গতকাল ছিল মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জেলা পুলিশ গাইবান্ধার পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ প্রদর্শন ও দিনব্যাপী কার্যক্রমে অংশগ্রহণ।
মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে গাইবান্ধা পৌরপার্কে ‘স্বাধীনতার বিজয়স্তম্ভ’, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’ ও ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক’ এ পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন ও জেলা প্রশাসন এর পক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক জনাব মোঃ অলিউর রহমান শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও শ্রদ্ধা জানান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মাহবুব আরা বেগম গিনি মহোদয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন ও জেলা প্রশাসক জনাব মোঃ অলিউর রহমান জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং কুজকাওয়াজ পরিদর্শন করেন। গাইবান্ধা জেলা পুলিশের একটি চৌকস কন্টিনজেন্ট কুজকাওয়াজে অংশগ্রহণ করে। কুজকাওয়াজে প্যারেড অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক সশস্ত্র জনাব মোঃ আব্দুর রশিদ। কুজকাওয়াজে পুলিশ, আনসার-বিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বিএনসিসি, বাংলাদেশ রোভার স্কাউটস, স্কুল,কলেজ মাদ্রাসার কন্টিনজেন্ট সমূহ অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। এ সময় জেলার সকল সরকারি, বেসরকারি, সিভিল সোসাইটি, সাংবাদিকবৃন্দ সহ জেলা প্রশাসন, জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা জানান মাননীয় হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।