মোংলা কোস্টগার্ডের অভিযানে ৩৬ কেজি হরিণের মাংসসহ ০১ জন আটক

- আপডেট টাইম : ০৮:০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ১৭৭ ১৫০০০.০ বার পাঠক
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১২ ডিসেম্বর ২০২২ আনুমানিক রাত ২২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা কর্তৃক খুলনার দাকোপ থানাধীন বানিয়াশান্তা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক এক মোটর সাইকেল আরোহীকে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হলে মোটর সাইকেল আরোহী না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মোঃ আজিজুল গাজী(৩৮) নামক এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে মোটর সাইকেলের পিছনে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৬ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি খুলনা জেলার দাকোপ থানার আমতলা গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিকে বন্য প্রাণী হত্যা ও বিক্রয়ের অপরাধে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঢাংমারি ফরেষ্ট স্টেশনে হস্তান্তর করা হয়।