রংপুর পীরগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা আটক ২

- আপডেট টাইম : ১০:৫৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
রংপুরের পীরগঞ্জ উপজেলা ৩ নং বড় দরগা ইউনিয়নের চাপাবাড়ী গ্রামের মৃত তসির উদ্দিনের ছেলে আঃ খালেক (৪৫) ও হাসিনা বেগম ( ৪০) স্বামি আবদুল খালেক সহ কৌশলে গত ১০ ডিসেম্বর নিজ পুত্রবধূ সাগরিকা আক্তার মুন্নি(২০)কে তার শয়ন কক্ষে ডেকে ধর্ষনের চেষ্টা করে।
সাগরিকা আক্তার মুন্নি তার তার শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় উক্ত বিষয়টি তার স্বামী খায়রুলকে অবগত করে।
এলাকাবাসীর সূত্রে জানাজায় গত তিন মাস আগে মিঠাপুকুর উপজেলায় সাগরিকা তার মুন্নি ও খায়রুল ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহর পরই খায়রুল চাকরির উদ্দেশ্যে চিটাগাং থাকার সুবাদে তার বাবা আব্দুল খালেক বিভিন্ন কৌশলে মুন্নীকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সাগরিকা আক্তার মুন্নির স্বামী খায়রুল ইসলাম অভিযোগ করিলে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেনের নির্দেশে দ্রুত ঘটনা স্থলে এসআই জামিউল এএসআই জ্যোতিষ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেফতার করে।
উক্ত বিষয়ে খাইরুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা করে, মামলা নাম্বার জি আর ২১
উক্ত বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামিউলের সঙ্গে কথা বলে জানা যায় ইতিপূর্বেও তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ আছে। এবং সে এলাকায় দীর্ঘদিন ধরে দাদন ব্যবসা করার কারণে তার ভয়ে অনেকেই মুখ খুলতে রাজি হয়নি।