জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিনুর রহমান ঢাকা জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানালেন সকলে
- আপডেট টাইম : ১২:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
- / ২৪৪ ৫০০০.০ বার পাঠক
কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চার পাশের সব কিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি যেনো সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে। পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মনে হয়না কখনো কলুষিত।সুন্দর নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সে রকম সুন্দর মনের একজন অতি সাধারন মতো মানুষ। ঢাকা নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ মমিনুর রহমান-এর আগে তিনি চট্টগ্রামে সুন্দর ও প্রশংসনীয় ভাবে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে গেছেন
ঢাকাবাসী বলেন, নবাগত জেলা প্রশাসককে ‘পেয়ে আমরা অন্যতম একজন অভিভাবক হিসেবেই মনে করছি, এতে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি মনে করছি- নতুন জেলা প্রশাসক মহোদয় স্যার এর মতো সুন্দর ও উদার মনের এমন একজন মানুষকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে পেয়ে আমরা নিজেদের ধন্য মনে করছি.জেলা প্রশাসক স্যারের জন্য শুভ কামনা রইল আপনার সকল শুভ কর্মকাণ্ডের শুভ সূচনায় আর সফলতায় আজকের দিনটি সহ আগামীতে অপেক্ষমাণ প্রতিটি দিন আর প্রতিটি বছরের জন্য। ফরিয়াদ রইল সৃষ্টিকর্তার দরবারে তিনি যেন আপনার এবং আপনার পরিবারকে সকল ধরণের অসুস্থতা , দুর্ঘটনা থেকে রাখেন মুক্ত। তিনি যেন আপনার এবং আপনার পরিবারের সকল পথ রাখেন উন্মুক্ত আর সুরক্ষিত। মহান আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।
( ৮ ডিসেম্বর) বৃহস্পতিবার প্রথম দিন থেকেই শুভাগমনের শুভেচ্ছার প্রথম প্রহর থেকে মোবাইল ফোন, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু ডিসি মহোদয়ের শুভগমনের শুভেচ্ছা আর ভালোবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ দেশের সকল প্রান্তে সকল ব্যবসায়ী সহ- সংবাদকর্মী, বন্ধু, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক আর শুভাকাক্সক্ষীদের দখলে। এ যেনো আনন্দের মিলন মেলা। ডিসি মহোদয়ের শুভাগমনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।