ঢাকা- টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেপরোয়া ট্রাক চাপায় ২ জন নিহত
- আপডেট টাইম : ০৭:৫৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ১৯৪ ৫০০০.০ বার পাঠক
টাঙ্গাইলের কালিহাতীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় মেহেদী হাসান (২৪) এবং শাহীন মিয়া (২২) নামে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার সবুজ মিয়ার ছেলে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নবীন হোসেন জানান, রংপুরগামী একটি ট্রাক ভোরে মহাসড়কের পৌলি এলাকায় আসলে পিছনের চাকা ফেটে যায়। পরে নিহতরা ট্রাক থেকে নেমে পিছনে দাঁড়ালে হঠাৎ আরেকটি ট্রাক এসে তাদের চাপা দেয়।
তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।